নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আজ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসরে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারতকে সামনে রেখে আজ ফাইনালের মঞ্চে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
অপ্রতিরোধ্য থেকেই ফাইনালে উঠেছে লাল-সবুজের যুবারা। এ’ গ্রুপ বাংলাদেশের সঙ্গে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা আর নেপাল। কোনো দলই পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। দুই ম্যাচেই জিতেছে ৪-০ গোলে।
গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য থেকেই সেমিফাইনালে এসেছিল বাংলাদেশ। সেখানেও লাল-সবুজের প্রতিনিধিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি পাকিস্তান।
উল্টো প্রথম ৫ মিনিটেই তাদের ভড়কে দিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে নেয় বাংলাদেশ।
পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশর শক্তির জায়গা ছিলো রক্ষণ। তিন ম্যাচে খেলে কোনো ম্যাচেই গোল হজম করেনি বাংলাদেশের তরুণ স্বপ্ন সারথীরা। সুরক্ষিত রেখেছে জাল। ভারতও বেশ শক্তিশালী দল। চলমান টুর্নামেন্টেও ছন্দে আছে তারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।
ভুটানের বিপক্ষে জিতেছিলো ১-০ গোলে। তবে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার গোল হজম করেছিল তারা। যদিও ম্যাচটি জিতেছিল ৩-২ গোলে। এরপর সেমিফাইনালে নেপালের বিপক্ষে জিতেছিলো ৩-০ গোলে।
সুতরাং বলার অপেক্ষা রাখে না ফাইনালে কঠিন পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও মানছে ভারত শক্ত প্রতিপক্ষ। তবে ছেড়ে কথা নয়, শিরোপা জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ফয়সাল বলেন, ‘ভারত বরাবরের মতোই শক্তিশালী দল। তবে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্যেই মাঠে নামবো। আপনারা আমাদের সমর্থন দিবেন এবং দোয়া করবেন।’
ফাইনালে ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও। তিনি বলেন, ‘ফাইনাল খেলার জন্য ফুটবলার খুবই এক্সাইটেড। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ভারত অবশ্যই চ্যালেঞ্জিং দল। তবে এখানে আমাদের সুযোগও আছে। ফুটবলার গেম প্লান অনুযায়ী খেলতে পারলে আমাদের লক্ষ্য পূরণের (শিরোপা জয়ের) বড় সুযোগ আছে।’
মন্তব্য করুন