নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ সূতিজাল জব্দ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ সূতিজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ি স্লুইচগেট হতে জামগ্রাম পর্যন্ত খালের লাকবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে এ নিষিদ্ধ সূতিজাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই খালে বেশ কিছুদিন থেকে নিষিদ্ধ সূতিজাল দিয়ে মাছ শিকার করছিল একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জাল জব্দ করেন এবং আগুণ দিয়ে তা পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকছুদুর রহমান ও আত্রাই থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন