‘নাট্যযুদ্ধ’র পড়শী রুমী নাচেও পারদর্শী
_original_1758287393.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ প্রতিযোগিতায় অংশগ্রহন করে শীর্ষ পাঁচ-এ আসতে পেরেছিলেন সিলেটের মেয়ে দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী পড়শী রুমী। এরপর একটু একটু করে মিডিয়াতে তিনি কাজ শুরু করে বেশ আলোচনাতেই এসেছিলেন। কখনো বিজ্ঞাপনের মডেল, কখনো মিউজিক ভিডিওর মডেল আবার কখনো নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় কেটে যাচ্ছিলো রুমির। একজন মডেল ও অভিনেত্রী হিসেবে তিনি সিলেটের ‘কলকাকলী একাডেমি’ থেকে বিশেষ সম্মাননাও পেয়েছিলেন। বেশ অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাচ্ছিলেন।
তবে বিগত কয়েক বছর যাবত অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি। এরইমধ্যে রুমি জানান কয়েকজন পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে কাজ নিয়ে। তবে রুমির প্রবল ইচ্ছে সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আবারো অভিনয়ে ফেরার। যে কারণে তিনি নিজেই অপেক্ষাতেও আছেন। রুমির প্রবল ইচ্ছে আছে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। সেই স্বপ্নের পথেও হাঁটছেন তিনি। অর্থাৎ তিনি তার কামব্যাকটা যেন ঠিকঠাক মতো হয় সেভাবেই গুছিয়ে নিচ্ছেন নিজেকে।
রুমি জানান, নাচেও বেশি পারদর্শী তিনি। যে কারণে বিটিভি’সহ বিভিন্ন চ্যানেলের নাচের অনুষ্ঠানেও অংশগ্রহন করার ইচ্ছে তার। মডেল হিসেবে রুমির করা আলোচিত বিজ্ঞাপনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলালিংক, ইউসিবিএল, প্রাণ আরএফএল, ওয়েলফুড, মর্নিং ফ্রেশ, স্যাণ্ডেলিনা রুপকথা, গ্রামীণ ফোন, হারমনি বিউটি পার্লার অ্যাণ্ড স্পা ইত্যাদি। এসব বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। যতোগুলো নাটকে তিনি অভিনয় করেছেন দর্শকের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছিলেন। রুমি অভিনীত প্রথম নাটক ছিলো মান্নান শফিকের ‘এক বিন্দু জল’। এরপর তিনি মুশফিকুর রহমান গুলজারের জোনাকি জ¦লে’সহ গাজী বদরুজ্জামনের ‘আত্নসাৎ’সহ তপু খান, সাইদুর রহমান খোকন’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করেছিলেন।
আরও পড়ুনকিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশি সাড়া পেয়েছিলেন। এছাড়াও কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও সাড়া ফেলেছিলেন।
সিলেট মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী পড়শী রুমী বলেন,‘ অভিনয় করতেই বেশি ভালোবাসি স্বাচ্চন্দ্যবোধ করি। যে কারণে বেশ কয়েকবছর অভিনয় থেকে দূরে থাকলেও আবার অভিনয়ে ফেরার প্রবল ইচ্ছে আমার। ইচ্ছে আছে সিনেমাতেও অভিনয় করার। গল্প টা যেমন মনের মতো হওয়অ চাই, চরিত্রটাও। বাকীটা আসলে সময়ই বলে দিবে।’
মন্তব্য করুন