ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালাই করে নিলো পাকিস্তান। আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো আগা সালমানরা।

শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান। জবাবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৫.৫ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ৬৬ রানে। পরাজয় স্বীকার করেছে ৭৫ রানের ব্যবধানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান। ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ, অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকিরা দাঁড়াতেই পারেনি। জবাব দিতে নেমে আফগান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: সিদ্দিকুর রহমান

ডাকসুতে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

নরসিংদীতে শহীদ আবু সাঈদের নামে স্কুলের নামকরণ

নেপালের সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ১৪, কারফিউ জারি