ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টার’ ঘটনায় জামায়াতের নিন্দা 

ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টার’ ঘটনায় জামায়াতের নিন্দা, ছবি: সংগৃহীত।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টার’ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতাদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।’
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।তিনি বলেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত।তিনি আরও বলেন, অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এনসিপি’র আন্তর্জাতিক সেল গঠন 

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত ৪

মেসির আরেকটি রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনালদো

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৩