ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন রয়েছেন।

একই সময়ে ৩৫৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩২ হাজার ১৫৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

আরও পড়ুন

২০২৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে। এর মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছর (২০২৪ সালে) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৭০৫ জনে, যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা

উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুসে মানুষের ঢল সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার