বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন
_original_1757159920.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচনের দামামা বেজেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ২০২৫ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা এবং সম্পন্ন করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হচ্ছেন:
১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট — প্রধান নির্বাচন কমিশনার
আরও পড়ুন২. মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) — নির্বাচন কমিশনার
৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) — নির্বাচন কমিশনার।
এবারের বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ব্যাট-বল তুলে রেখে ক্রিকেট প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করতে অংশ নেবেন নির্বাচনে।
মন্তব্য করুন