ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সিনেমার ‘নন্দিনী’ হয়ে আসছেন নাজিরা মৌ

সিনেমার ‘নন্দিনী’ হয়ে আসছেন নাজিরা মৌ

বিনোদন ডেস্ক ঃ অবশেষে আলোর মুখ দেখতে চলেছে নাজিরা মৌ অভিনীত সিনেমা ‘নন্দিনী’। আগামী ১২ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরইমধ্যে সিনেমার ট্রেইলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।

ট্রেইলারে দেখা গেছে, গ্রামের সহজ জীবনযাপন করা তরুণী ‘নন্দিনী’ এক সময় শহরে এসে যৌনপল্লিতে এসে পড়ে। ওই জীবন থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি। ‘নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন নাজিরা মৌ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন রাসেল। ২০১৯ সালের শেষদিকে ‘নন্দিনী’ সিনেমার শুটিং শুরু হয়। ওই সময় এক লট শুটিং হওয়ার পরই ২০২০ সালে মহামারি করোনা শুরু হয়ে যায়। প্রায় দেড় বছর কাজ বন্ধ ছিল সিনেমাটির। গত কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুত।

আরও পড়ুন

নাজিরা মৌ বলেন, ‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হলো, খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে এ সিনেমাটি করতে গিয়ে। তা ছাড়া, এখানে আমার চরিত্রটিও চমৎকার। ছবিটির গল্প দর্শকদের হৃদয় স্পর্শ করবে বলেই বিশ্বাস। ইন্দ্রনীল-মৌ ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ

সাইমন টোফেলকে নিয়োগ দিল বিসিবি