ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

কিয়েভে রুশ ড্রোন ও মিসাইল হামলায় নিহত ৪

কিয়েভে রুশ ড্রোন ও মিসাইল হামলায় নিহত ৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আহতের সংখ্যা ২০ জনের বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আহত হয়েছেন অন্তত ২২ জন, যাদের মধ্যে তিনজন শিশু। কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানায়, এই হামলায় ড্রোন ও মিসাইল উভয়ই ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লেখেন, দুর্ভাগ্যবশত, রাশিয়ানদের হামলার কৌশল একই ধরনের-বিভিন্ন দিক থেকে সম্মিলিত আক্রমণ এবং সাধারণ আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানো।

একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনও। তকাচেঙ্কো বলেন, ডিনিপ্রো নদীর দুই পাশে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের পূর্ব উপকণ্ঠ দার্নিৎস্কি জেলায় একটি পাঁচতলা ভবনের আংশিক ধ্বংস হয়েছে। সেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের খুঁজছেন। তিনি আরো জানান, কিয়েভ শহরের ২০টিরও বেশি স্থানে জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। হামলার পর শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উঁচু ভবনের উপরের তলাগুলোতে আগুন জ্বলছে এবং ভবন থেকে ধোঁয়া উড়ছে। তবে এই ছবি রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।  খবর : রয়টার্স

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া  

নেইমারকে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

তিশাকে কোলে তুলে আমার হাড় ভেঙেছিল : তৌসিফ

ভার্জিনিয়ায় গুগলের ৯০০ কোটি ডলার বিনিয়োগ