ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ঢাকার সাভারে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে যুবককে পিটিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সাভারে বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নিহতের লাশ উদ্ধার করে। এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতে বিমল রাজবংশীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে নারায়ণ রাজবংশীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নারায়ণ রাজবংশী বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে। এসময় বিমলকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও উশান্ত রাজবংশী নামের আরও দুজনকে পিটিয়ে আহত করার পর পালিয়ে যান নারায়ণ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে নগদ টাকা লুট

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক”-এর চিত্র প্রদর্শনীতে আমিনুল হক

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

মামলা ও নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর