ডাকসু নির্বাচন ঘিরে পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম।
রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় এলাকায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সাদিক কায়েম বলেন, “আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ে অনেক শিক্ষার্থীর বিভাগীয় পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা ও প্রেজেন্টেশন রয়েছে। নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচারণা চলছে, তাতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি—৯ সেপ্টেম্বরের পর সব পরীক্ষা গ্রহণ করা হোক। এটি শুধু আমাদের নয়, শিক্ষার্থীদের সার্বিক দাবি।”
আরও পড়ুনতিনি আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে। তারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন। *“ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠছে। সারাদেশের নজর যখন এই নির্বাচনের দিকে, তখন শিক্ষার্থীদেরও স্বাভাবিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”
মন্তব্য করুন