ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ছবি ব্যবহার, চটেছেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বিনোদন প্রতিবেদক : সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তা দিয়ে তিনি এ অভিযোগ করেন।

প্রভা জানান, ট্রাভেল ট্রাকারস নামের একটি এজেন্সি তার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের মত করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। পভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই। ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই। কখনো আমাকে এই পপ্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি। তারপরও তারা আমার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্রান্ডিংয়ের কাজে লাগাচ্ছে। তারা যেটা করছে সেটা অনৈতিক।’

আরও পড়ুন

প্রতিষ্ঠাটিকে সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনার আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি তো আপনাদের দেইনি। আপনারা এটা করবেন না। এটা ঠিক না।

সাবধান হয়ে যান! প্রভার অভিযোগের পর ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা সোশ্যাল মিডিয়া টিমের বিষয়। তারা বিষয়টি ভালো বলতে পারবে।’ পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা