ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

দুই সিনেমা নিয়ে ভীষণ প্রত্যাশা মীর রাব্বির

মীর রাব্বি

অভি মঈনুদ্দীন ঃ দুর্দান্ত ন্যাচারাল অ্যাক্টিং-এর জন্য খুউব অল্প সময়েই অভিনয়ে বাজিমাত করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মীর রাব্বি। এই সময়ে ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোতে কিংবা শর্টফিল্মে মীর রাব্বি অভিনীত চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং। দর্শক একের পর এক তার অভিনয়ে মুগ্ধ হচ্ছেন।

গতবছর ভালোবাসা দিবসের সময়কালে প্রকাশিত জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ থেকে তার অভিনয়ের প্রতি দর্শকের ভালোলাগা শুরু হয়েছিলো। এরপর ‘তিলোত্তমা’, ‘কেন দেখা হলোনা’, ‘স্কুল গেট’ , ‘ইন্টারনশীপ’, শর্টফিল্ম ‘ম্যাসেঞ্জার’সহ আরো বেশকিছু কাজ মীর রাব্বিকে দর্শকের কাছে পরিচিত করে তুলেছেন একজন জাত অভিনেতা হিসেবে। মীর রাব্বির ভরাট কন্ঠ আর চরিত্রানুযায়ী ন্যাচারাল অ্যাক্টিং তার চরিত্রগুলোকে দর্শকের মধ্যে বিশ্বাসযোগ্য করে তোলে। পরিচালকদের কাছে একটু ডিফরেন্ট ক্যারেক্টার মানেই এখন সবার আগে মীর রাব্বির নামটিই আসে। এটা পুরো মিডিয়াঙ্গনের এই অস্থির সময়েও মীর রাব্বি তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তবে এই সময়ে মীর রাব্বি ভীষণ আশাবাদী তার অভিনীত দুটি সিনেমা নিয়ে। সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুড়কাব’। এই দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত আর শতভাগ সন্তুষ্ট। অধীর অপেক্ষায় আছেন তিনি এই দুটি সিনেমা মুক্তির। কেন এমন অপেক্ষা?

জবাবে মীর রাব্বি বলেন,‘ বকুলের বুকে রক্ত করবীর গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুউব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। আর কুড়কাব সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতোটুকু বলতে চাই যে সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। য কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষন সন্তুষ্ট। আমি খুউব খুউব আশাবাদী এই দুটি সিনেমা নিয়ে।’

আরও পড়ুন

মীর রাব্বির বাবা মীর রেজাউল করিম। মা নূরুন্নাহার রুবি। ঢাকা কলেজ থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। এরইমধ্যে তিনি জাহিদ প্রীতমের নির্দেশনায় ‘এমনও দিনে তারে বলা যায়’ নামক একটি ফিকশনের কাজ সম্পন্ন করেছেন যা নিয়েও প্রত্যাশা অনেক রাব্বির। রাব্বি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেন। ২০০৫ সালে রেডিও টুডেতে ‘আউটডোর ব্রডকাস্টার’ হিসেবে তার চাকুরী জীবন শুরু হয়। এরপর আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা