পূবালী ব্যাংক পিএলসি’র গ্রীন রোড ইসলামী ব্যাংকিং উপশাখার শুভ উদ্বোধন

শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার পান্থপথে পূবালী ব্যাংক পিএলসি’র গ্রীন রোড ইসলামী ব্যাংকিং উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিং উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। এ সময় ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, কোম্পানী সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, পল্টন ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন সহ ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক ইতোমধ্যেই দেশের প্রায় সকল শাখা ও উপশাখায় ‘ইসলামিক ব্যাংকিং কর্নার’ স্থাপন করেছে। এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে ইসলামী ব্যাংকিং উপশাখা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদন্ড স্থাপন করবে।
আরও পড়ুনমন্তব্য করুন