ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

হল কমিটি বহাল থাকবে ঢাবি ছাত্রদলের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে হল পর্যায়ের ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ কমিটি গঠন করবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিব। তিনি জানান, "গত ৯ আগস্ট হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নিয়ে আমাদের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল।

আজকের বৈঠকে প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে।" রাকিব আরও বলেন, কমিটি গঠনের আগে ২৩টি ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মতামতও নেওয়া হবে। বৈঠকে ক্যাম্পাসে চলমান ‘গুপ্ত রাজনীতি’ নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে রাকিব বলেন, "শিক্ষকরা স্বীকার করেছেন, ইসলামী ছাত্রশিবির তাদের পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দখল করছে—যেমনটা আগে ছাত্রলীগ করেছিল। গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে, তার পেছনে এই গুপ্ত রাজনীতিই দায়ী।"

তিনি জানান, প্রশাসন এ ধরনের রাজনীতি বন্ধে নতুন রূপরেখা প্রণয়নের আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন

ছাত্রদল সভাপতি আরও বলেন, "আমরা প্রশাসনের কাছে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।"

তার অভিযোগ, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে নিয়মিত হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদার জড়িত বলেও দাবি করেন তিনি।

রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে যে, সাইবার বুলিং ও গুপ্ত রাজনীতির মাধ্যমে কারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তা তদন্ত করা হবে। পাশাপাশি, আগামী শনিবারের মধ্যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধকরণ, হল রাজনীতির রূপরেখা চূড়ান্ত করা এবং ছাত্রলীগ কমিটি ও সংশ্লিষ্ট মামলার অগ্রগতির বিষয়ে সর্বশেষ তথ্য জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ২০ জেলায় বন্যার শঙ্কা

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে: মাহমুদুর রহমান

চঞ্চল চৌধুরী আমার ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতাম : প্রসেনজিৎ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো

স্ত্রীকে বাঁচাতে অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণ হারালো স্বামী

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট