ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামে সেতু ভেঙে দুই ভাগ, এক পাশে চলছে যানবাহন

চট্টগ্রামে সেতু ভেঙে দুই ভাগ, এক পাশে চলছে যানবাহন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কে স্টারশিপ গলিরমুখে একটি সেতুর একপাশে দুইভাগ হয়ে গেছে। এতে সেতুর নগরের ২ নম্বর গেইট থেকে অক্সিজেনমুখী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। একপাশ দিয়ে যান চলাচল করায় গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে সেতুটি ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেতুটি পুনরায় নির্মাণ ছাড়া মেরামতের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী জানান, শীতল ঝর্ণা খালের উপর ইটের তৈরি সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খাল সম্প্রসারণ করা হয়েছে। এতে সেতুর চেয়ে খালের প্রস্থ বেড়েছে। ফলে পানির স্রোতে সেতুর একাংশ দুই ভাগ হয়ে ধ্বসে গেছে। সেতুটি এখন পুননির্মাণ করতে হবে।এদিকে সেতুটি ভেঙে যাওয়ায় বায়েজিদ বোস্তামি সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। কারণ নাসিরাবাদ ও ষোলশহর শিল্প এলাকার কারখানার শ্রমিকরা এই পথ দিয়ে যাতায়াত করেন। এছাড়া উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান এবং পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি যাতায়াতের প্রধান মাধ্যম এটি।

আরও পড়ুন

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মনসুর নবী বলেন, সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি বায়েজিদ বোস্তামী সড়কের সেতুটি ভেঙে গেছে। এরমধ্যে খবর পাই অতি বৃষ্টির কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই বাসায় ফিরে এসেছি। গাড়ি একপাশ দিয়ে চলাচল করায় যানজট তৈরি হয়েছে। সেতুর অন্য অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ড শেষে কারাগারে খায়রুল হক

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

কৃষকের স্বার্থ নিয়ে আপস করবে না ভারত: ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় মোদি

নাটোর লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম না থাকায় এক্স-রে বন্ধ 

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমের খালাস

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট