রিয়াদে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, সভাপতির বক্তৃতায় রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বলেন, আমাদের সামনে ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে।
এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত।
আরও পড়ুনদিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
মন্তব্য করুন