ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেন দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ৫ আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছানো হবে এবং কর্মসূচি শেষে তাদেরকে গন্তব্যে ফিরিয়ে নেওয়া হবে।
 
ট্রেন ভাড়ার মোট পরিমাণ প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ আগস্ট ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। এতে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে গত রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এবং ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে বলে জানিয়েছে সূত্র।
 
রেলপথ মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে একটি সূচি তৈরি করেছে, যাতে ট্রেনগুলো দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে ফিরতি যাত্রা শুরু করবে।
 
বিশেষ ট্রেনের বিস্তারিত
 
চট্টগ্রাম থেকে: ১৬ কোচের একটি বিশেষ ট্রেন আসবে, যা ৮৯২ আসন ধারণ করবে। ভাড়া ৭ লাখ টাকার কিছু বেশি।
 
গাজীপুর (জয়দেবপুর) থেকে: ৮ কোচের বিশেষ ট্রেন, এতে আসন ৭৩৬টি এবং ভাড়া প্রায় ৭২ হাজার ৫০০ টাকা।
 
নারায়ণগঞ্জ-ঢাকা পথে: ১০ কোচের একটি বিশেষ ট্রেন আসবে, আসন সংখ্যা ৫১০, ভাড়া সাড়ে ৫৬ হাজার টাকা।
 
নরসিংদী থেকে: ১২ কোচের ট্রেন, আসন ৬৫২, ভাড়া প্রায় ৯৫ হাজার টাকা।
 
সিলেট থেকে: ১১ কোচের বিশেষ ট্রেন, ৫৪৮ আসন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা।
 
রাজশাহী থেকে: ৭ কোচের ট্রেন, আসন ৫৪৮, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা।
 
রংপুর থেকে: ১৪ কোচের বিশেষ ট্রেন, আসন ৬৩৮, ভাড়া সাড়ে ১০ লাখ টাকা।
 
ফরিদপুরের ভাঙা থেকে: ৭ কোচের ট্রেন, আসন ৬৭৬, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা।
 
ফিরতি যাত্রা
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ আগস্ট রাত সাড়ে ১১টায় রংপুর থেকে ট্রেনটি যাত্রা করবে এবং ৫ আগস্ট ভোরে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঢাকা শহরের আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো দুপুরের আগে চলে আসবে।
 
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের আবেদনে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে। আমরা টাকা পাচ্ছি। সে কারণে ট্রেন ভাড়া দিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন