ব্যাংক এশিয়া শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৯ তম সভা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়া শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৯ তম সভা ২৮ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শাহেদ রহমানী, সদস্য-সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ফকিহ সদস্য মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হুসাইন খাঁন, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন ও অধ্যাপক ড. মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব এএনএম মাহফুজ সহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের শরীয়াহ পরিপালন, সেবার মানোন্নয়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা ও শরীয়াহ নির্ভর পণ্যের পরিচালন পদ্ধতি পর্যালোচনা সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ব্যাংক এশিয়ার শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান এবং শরীয়াহ নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন