ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সফল স্কোপাস প্রকাশনার উদ্ভাবনী গবেষণা শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ গত ৩১ জুলাই (বৃহস্পতিবার), ২০২৫, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সফল স্কোপাস প্রকাশনার জন্য উদ্ভাবনী গবেষণা শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও স্কলাররা একত্রিত হন এবং কৌশলগত ও উদ্ভাবনী গবেষণা প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়া-এর স্কুল অব এডুকেশনাল স্টাডিজ-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ।  TESOL, ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনের জন্য খ্যাত এই প্রফেসর যুক্তরাজ্যের  i University of Nottingham  থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং প্রায় দুই দশকের বেশি গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতা তাঁর রয়েছে। ইংরেজি ভাষা শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে তাঁর যুগান্তকারী কাজ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। মূল প্রবন্ধে তিনি গবেষণা নকশার উদ্ভাবনী পন্থা, আন্তঃবিষয়ক চিন্তাভাবনা এবং ডিজিটাল অভিযোজনের গুরুত্ব তুলে ধরেন, যা উচ্চ-মানের জার্নালে প্রকাশনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. ফয়জার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এবং ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর  ড. এএইচএম রাহমাতুল্লাহ ইমন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অন্যান্য ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মাসউদ আখতার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজিলা শহীদ  Designing and Developing an EAP Module for Arts Faculty Undergraduate Students in Bangladesh  শীর্ষক একটি বিশেষ বক্তব্য উপস্থাপন করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ফিয়াজ উর রহমান-এর নকশাকৃত লোগোকে ইংরেজি ভাষা ক্লাবের অফিসিয়াল প্রতীক হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর এই সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ প্রফেসর কাবিলান ও প্রফেসর মো. শহীদুর রহমান তাঁর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

কর্মশালায় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা একাডেমিক চিন্তাভাবনার প্রাণবন্ত আদান-প্রদান নিশ্চিত করে। প্রফেসর কাবিলানের পরিচালিত দুটি সেশন  †¯‹vcvm -ইনডেক্সড জার্নালে সফলভাবে প্রকাশনার জন্য গবেষণার উদ্ভাবন, কাঠামো, প্রক্রিয়া ও কৌশল বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে।

দিনের শেষাংশে প্রফেসর মো. শহীদুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন এবং গবেষণায় উৎকর্ষ সাধন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে বিভাগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু