ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা : ড. আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা : ড. আলী রীয়াজ, ছবি: সংগৃহীত।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন। ঐকমত্যে পৌঁছা প্রস্তাবগুলো ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে যেকোনও সময় প্রকাশ করা হবে। এটি হবে আমাদের জাতীয় দলিল। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত, উচ্চ কক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, অনুচ্ছেদ ৪৮(৩)। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।

ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ছয়টি কমিশনের সুপারিশের সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে মতামত দিয়েছে দলগুলো। এর মধ্যে আলোচনা হওয়া ২০টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ১৩টিতে একমত হওয়া গেছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে