নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক সোয়েটার কারখানার নারী শ্রমিকদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপকের প্রত্যাহার চেয়ে আজ রবিবার (২৭ জুলাই) ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ ওই কারখানায় গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশি তৎপরতার কারণে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ম্যাজিক সোয়েটার লিমিটেড নামে কারখানাটি নান্দাইল উপজেলার নান্দাইল-কেন্দুয়া সড়কের বাঁশাহাটি গ্রামে অবস্থিত। সেই কারখানায় প্রায় আড়াই বছর ধরে সহকারী ব্যবস্থাপক পদে চাকরি করেন মো. রেজাউল ইসলাম। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামের বাসিন্দা।
শ্রমিকরা জানান, এক নারী কর্মীকে রেজাউল ইসলামের শয়নকক্ষে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান কয়েকজন শ্রমিক।
এ নিয়ে তোলপাড় শুরু হয়। ওই নারীও চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে যান। নারী কেলেঙ্কারির অভিযোগ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (চাইনিজ মালিকপক্ষ) দৃষ্টিগোচর হওয়ার পর সহকারী ব্যবস্থাপককে সরিয়ে দেওয়া হবে বলে শ্রমিকদের জানানো হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।
নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন নারী শ্রমিক বলেন, আমরা এখানে চাকরি করতে এসেছি, সম্মান হারাতে নয়। অভিযুক্ত ব্যক্তি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
আরও পড়ুনকারখানার প্রোডাকশন ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।
অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, ব্যবস্থাপকের অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। শ্রমিকদের উপস্থিতি ও অনুপস্থিতি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। পান, সিগারেট ও মোবাইল ফোন ভেতরে আনতে দেন না। তাই শ্রমিকরা তার ওপর কিছুটা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। তাছাড়া যে নারী কর্মীকে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তিনি তো চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। তার বিরুদ্ধে অভিযোগটি ঠিক নয়।
এ বিষয়ে জানতে যৌন নিপীড়নের শিকার নারীকে কল দিলেও তিনি কল কেটে দেন।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সমরাজ মিয়া বলেন, কারখানা কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি সম্পর্কে জানেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন