ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন : মির্জা ফখরুল

বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন : মির্জা ফখরুল,ছবি: সংগৃহীত।

বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তায় সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি।

পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। তবে, জনগণের মধ্যে দাবিও উঠতে হবে। বিএনপি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে জানিয়ে ফখরুল বলেন, এখন একটা সুযোগ তৈরি হয়েছে। জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে পারলে সফল হব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অনেক অংশ বাস চলাচলের উপযোগিতা হারিয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সবকিছু মানুষের ওপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি একাত্তর সালে প্রমাণিত হয়েছে। এমনকি চব্বিশেও তা প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন

সংস্কারের বিষয়ে বিএনপি আগেই উপলব্ধি করেছে জানিয়ে ফখরুল বলেন, এজন্য বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ পথে বিদেশ গমন ও মানবপাচার

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

আম দিয়ে বানাতে পারেন মজার তিরামিসু

দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন