ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দুপচাঁচিয়ায় ১১হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

ছবি : সংগৃহীত,দুপচাঁচিয়ায় ১১হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে প্রায় ১১ হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ইরি ধান কাটা, মাড়াইয়ের পর প্রত্যন্ত জনপদে আবাদযোগ্য জমিগুলো বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে থাকার কারণে কৃষকদের রোপা-আমন ধান লাগানোর জন্য এবার মাঠে নামতে বিলম্ব হয়েছে। শ্রাবনের বৃষ্টি নামার সাথে সাথে উপজেলাতে ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মাঠে মাঠে রোপা-আমন ধান লাগানোর জন্য চাষিরা হাল চাষে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৬শ’ হেক্টর  বীজতলা তৈরি হয়েছে। কৃষকরা বলেছেন, আমন ধান কেটে ঘরে তুলে ওই জমিতে আলু, সরিষা, গম আবাদ করবেন এমন লক্ষ্য নিয়ে চাষিরা জমি প্রস্তুত করছে। 
 
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার চাষযোগ্য প্রায় ১১ হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা মাঠের আলু, সরিষা, গম, ভুট্রাসহ বিভিন্ন প্রকার রবিশষ্য আবাদের লক্ষ্য নিয়ে চাষিরা ধান ব্রি ধান ৫১, ব্রি ৪৯, ব্রি ১০৩, ব্রি ৯০, ব্রি ৯৫, ব্রি ৮৮, ব্রি ৭৫,বিনা ৭,বিনা ১৭,স্বর্না ৫ পাইজামসহ বিভিন্ন জাতের ধান লাগানোর প্রস্তুতি নিয়েছে।
 
বুধবার দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান চলতি মৗসুমে উপজেলায় ১১ হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনের চেয়ে বেশি প্রায় ৬শ’ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। বর্তমানে কৃষকদের বীজতলা পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসের শেষের দিক থেকে জমিতে কৃষকরা পুরোদমে রোপা আমন চারা লাগানোর কাজ শুরু করবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবারও ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে তিনি জানান।   
 
 
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান