ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

একজনের মরদেহ উদ্ধার

হিমছড়ি সৈকতে ছবি তুলতে গিয়ে বগুড়ার দু’জন শিক্ষার্থী এখনো নিখোঁজ

হিমছড়ি সৈকতে গোসলে বগুড়ার দুই শিক্ষার্থী নিখোঁজ, অপর ১ চবি শিক্ষার্থীর মৃত্যু, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের হিমছড়ি সৈকতে ছবি তুলতে গিয়ে সাগরের ঢেউয়ে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীর মধ্যে দুই জন বগুড়ার। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বগুড়ার দু’জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অরিত্র হাসান, আসিফ আহমেদ এবং কে এম সাদমান রহমান সাবাব।


ঢাকার মিরপুরের কে এম আনিছুর রহমানের ছেলে, কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদের বাড়ি বগুড়ায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন ছবি তোলার জন্য। ছবি তোলার এক পর্যায়ে ঢেউয়ে তারা তলিয়ে যান।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের লোকজন জানিয়েছেন, চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেছেন, গতকাল সোমবার রাতে প্রথম বর্ষের ৫ শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। তিনি আরও বলেন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কক্সবাজারের পথে রওনা হয়েছে।

এদিকে নিখোঁজ আসিফ ও অরিত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে আসিফের বাবা বগুড়ার গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রুবেল জানান, প্রথম বর্ষের পরীক্ষা শেষে গতকাল সোমবার তার ছেলে আসিফসহ তারা ৫ বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান। বেড়াতে যাওয়ার আগেও তার ছেলে তার সঙ্গে কথা বলে জানিয়েছেন, তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছেন।

আরও পড়ুন

ওখানে যাওয়ার পর আসিফের সঙ্গে তার আর কথা হয়নি। রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার দুই সন্তানের মধ্যে আসিফ ছোট। মাত্র আড়াই বছর আগে আসিফের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মায়ের মৃত্যুর আড়াই বছর পর সন্তানের মৃত্যু মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে।

অরিত্রের চাচা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক মোমিনুল ইসলাম ও তৌহিদুল ইসলাম কোয়েল জানান, অরিত্র বাবা-মায়ের একমাত্র সন্তান। হিমছড়ি সাগরে নামার আগে তার বাবা নিউএজ পত্রিকার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম সাকিবের সঙ্গে অরিত্র কথা বলেছেন। অরিত্রের বাবা সাগরে না নামার জন্য নিষেধ করেছিলেন। অরিত্র বলেছিলেন, শুধু ছবি তুলে সাগর থেকে উঠে আসবে, গোসল করবে না। এরই মধ্যে বড় একটি ঢেউ এসে তাদের তলিয়ে নিয়ে যায়।

অরিত্রের বাবা-মা খবর পাওয়ার পর-পরই ছেলের সন্ধানে বিমানযোগে কক্সবাজারে গিয়েছেন বলে মোমিনুল ইসলাম জানান। তারা এখন কক্সবাজারে অবস্থান করছেন। আসিফের বাবা রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসিফের মামা এবং তার বড় ভাই কক্সবাজারে গিয়েছেন। সাগর উত্তাল থাকায় এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অরিত্র এবং আসিফ দু’জনেই বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে