ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। আজ বুধবার (২ জুলাই) চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর একজন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মারা যান। তিনি উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী আহত অবস্থায় বর্তমানে কুমিল্লার এতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২