ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালক বাবা ও যাত্রী মেয়ের

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালক বাবা ও যাত্রী মেয়ের, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের (১৫)। বাবার সঙ্গেই সড়কে মৃত্যু হয়েছে তার। বাবা ছিলেন সিএনজিচালিত অটোরিকশা চালক। মেয়ে নবম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে সেই অটোরিকশা নিয়েই বাবা বের হন আয় রোজগারের আশায়। কিন্তু আজ ঘাতক বাসের চালক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫২) এবং মেয়ে রুবাইয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লী এলাকার খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তারই আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে বোদায় স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে স্থানীয়রা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। 

আরও পড়ুন

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

মব-চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩