ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় পৃথক স্থানে নিহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায় পৃথক স্থানে নিহত ২, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় টিএমএসএসের মাঠকর্মী মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুর ও বিকেলে এই দুর্ঘটনা দুটি ঘটে।  ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল শাখার টিএমএসএস এনজিও এর ম্যানেজার শরিফুল ইসলাম ও মাঠকর্মী মোমিন ইসলাম মোটরসাইকেল যোগে গ্রাহকের বাড়িতে যাচ্ছিলেন। পথে জোনাইল বাজারে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাঠকর্মী মোমিন ইসলাম মারা যায়। এসময় ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে, বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায়  গরু বহনকারী মিনি ট্রাকের ধাক্কায় সুরুত আলী নামে এক বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত সুরুত আলীর বাড়ি সদর উপজেলার ঢাকোপাড়া গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ