ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি

রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপসহ আটটি ব্যালন ডি’অর জিতে ফুটবলের সর্বোচ্চ আসনে বসেছেন মেসি। অন্যদিকে ইউরো, চ্যাম্পিয়নস লিগসহ প্রায় সব শিরোপার স্বাদ পাওয়া রোনালদো ছুটছেন হাজার গোলের অনন্য মাইলফলকের দিকে। খেলোয়াড়ি জীবনে ভিন্ন ভিন্ন ধারায় পথ চললেও দুজনই নিজ নিজ জায়গায় ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

তবে এত বছরের প্রতিদ্বন্দ্বিতার পরও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহল মেটালেন মেসি নিজেই। ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করে দলকে জয় এনে দেওয়ার পর ডি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি অকপটে জানান, রোনালদোর সঙ্গে তার কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। মেসি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল কেবল মাঠে। আমরা দুজনই নিজ নিজ দলের জন্য সবটুকু নিংড়ে দিয়েছি। মাঠের বাইরের সম্পর্ক বলতে কিছু নেই। কখনো একসঙ্গে খেলিনি বলেই বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগ হয়নি। তবে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময়ই ছিল।’

আরও পড়ুন

মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রোনালদোর প্রতি সম্মান ও প্রশংসায় কখনও কৃপণতা দেখাননি এলএমটেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৪০ বছর বয়সেও রোনালদোর পারফরম্যান্সে অভিভূত মেসি বলেন, ‘রোনালদো এবং তার ক্যারিয়ারের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে সত্যিই প্রশংসনীয়। এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলছে, এটা ফুটবলের জন্য দারুণ বিষয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বাংলাদেশসহ ১৪ দেশে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা