ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন ইউসুফ

ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন ইউসুফ

স্পোর্টস ডেস্ক:  পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক  ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। 


ইউসুফের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি। তবে একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইউসুফ গত সপ্তাহে পিসিবিতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইউসুফ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। যদিও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি কোচিং স্টাফে ছিলেন না।

আরও পড়ুন

মূলত পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই ইউসুফের কাঁধে একাডেমির দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল পিসিবি। তার ব্যাপক অভিজ্ঞতা এবং ট্যাকনিক তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারত। তবে ব্যক্তিগত কারণে কাজ চালিয়ে যেতে পারছেন না ইউসুফ।

তবে ইউসুফ সাময়িক সময়ের জন্য বিরতি নিচ্ছেন নাকি পিসিবির অন্য কোনো দায়িত্বে আসবেন তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই তিনি ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক জায়গায় কাজ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দি পর্যটন নগরী হওয়ার অপার সম্ভাবনা, চাই সরকারি উদ্যোগ

সাইবার ঝুঁকি

একমাসের ভিসা নিয়ে তিন বছর বগুড়ায় অবস্থান বিদেশি নাগরিকের

ছোট-বড় সব কিছু আল্লাহর কাছে চাওয়ার রহস্য

১৫ বছর পর মানব পাচার মামলায় আসামির যাবজ্জীবন

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রার্থী তালিকাটি ‘ভুয়া’: বিএনপি