ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোন নিহত

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোন নিহত

নিউজ ডেস্ক:   ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে পুকুরে গোসল নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের বাড়ি পাশের মধুখালী উপজেলার জামালপুর গ্রামে। ঈদ উপলক্ষে তানহা ও আবু তালহা মায়ের সঙ্গে নানাবাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নেমে সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাইবোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ না ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্গীকারবদ্ধ: হাইকমিশনার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা : পুলিশ সুপার

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার

যৌতুক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সানাইয়ের স্বামী

গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ