ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন জানান, নাফিজা ও নাজিফা তারা দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার