বগুড়ার দুপচাঁচিয়ায় এলজিইডি’র ২৬টি সড়ক উন্নয়ন তালিকাভুক্ত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় এলজিইডি’র প্রায় ১৮ কিলোমিটার ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ডিপিবি’র তালিকাভুক্ত হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় দুপচাঁচিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ২৬টি সড়ক উন্নয়ন কাজের জন্য ডিপিবি’র তালিকাভুক্ত হয়েছে। সড়কগুলো হলো-তালোড়া গয়াবান্ধা থেকে সাহারপুকুর ভায়া আলতাফনগর, ধাপসুলতানগঞ্জ হাট থেকে গুনাহার ভায়া ভাতহান্দা, দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ হাট থেকে কালীতলা, তালোড়া গাড়িবেলঘরিয়া থেকে চৌমুহনী ভায়া দেবখন্ড, তিলকপুর-বেড়াগ্রাম থেকে চেঁচুরিয়া, বোরাই থেকে পূর্ব আলোহালী, ধাপ সুলগানগঞ্জ থেকে খোলাশ, বাবুর বাগান থেকে ফুটানিগঞ্জ, মর্তুজাপুর থেকে মহিষমান্ডা, সুখানগাড়ি থেকে কামারগ্রাম, কঞ্চিগাড়ি থেকে খানপুর, দুর্গতা থেকে দেবখন্ড, চামরুল থেকে জলঙ্গী, খুনিহারা থেকে পূর্ব আটগ্রাম, উত্তরসাজাপুর থেকে ধাপহাট, চামরুল থেকে ফুলদীঘি, গোবিন্দপুর থেকে ভুঁইপুর, দোগাছি বাগিচা সড়ক ভায়া পরানপুর, বাঁকপাল গ্রাম্য সড়ক, পাওগাছা থেকে নূরপুর, ছোটকোল থেকে জোহাল মাটাই ভায়া বড়কোল, পাল্লা বড় পুকুর থেকে পাল্লা গ্রামের সড়ক, তালোড়া রেলঘুমটি থেকে সাবলা, খিহালী থেকে নিহালী গ্রাম্য সড়ক ও বগুড়া-নওগাঁ মহাসড়ক থেকে মোড়গ্রাম আবাসন পর্যন্ত সড়ক পর্যন্ত।
আজ রোববার এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন জানান, উপজেলার সড়কগুলো তালিকাভুক্ত হওয়ার দাপ্তরিক কোন চিঠি এখনো পাননি। তবে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সড়কগুলো ডিপিবি’র তালিকাভুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এতে সড়কগুলো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করতে আর কোন বাধা রইল না। একই সাথে তিনি জানান, দাপ্তরিক চিঠি পেলেই সড়কগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্কিম তৈরি করে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করবেন এবং তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সড়কগুলোর কাজ বাস্তবায়িত হলে উপজেলার উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে।
মন্তব্য করুন