ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

বরগুনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার

বরগুনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  বরগুনার তালতলী উপজেলা ফকির হাট এলাকা থেকে আলোচিত অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে দণ্ডাদেশের ৬  বছর পরে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। 

শনিবার (২৪ মে) বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান। 

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতের বাবার কাছে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করে। এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’  

তিনি বলেন, ‘‘এ ঘটনায় ২০১৯ সালের আগস্ট মাসের ৭ তারিখ প্রধান আসামি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এতোদিন দণ্ডপ্রাপ্ত এই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে ছিল। সম্প্রতি সে দেশে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।’’  

আরও পড়ুন

আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে সালাউদ্দিন গাজী গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন নিহত অনিকের পরিবার।

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, ‘‘মুক্তিপণের দাবিতে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। এই হত্যার প্রধান আসামি গ্রেপ্তার হবার খবরে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।’’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

পাবনার বেড়ায় অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন ও বিক্রির করা হচ্ছে

দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির চার নেতা

রাজশাহীতে কৌতুহলের বশে গলায় ফাঁস, প্রাণ গেল শিশুর