ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

লালমনিরহাটে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত

লালমনিরহাটে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাটে গভীর রাতে মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন- নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার ও মনিরুজ্জামান। দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিবি সূত্র জানায়, ওইদিন গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারি।

খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়। এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি।

পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হয়। পরে রাত সাড়ে ৩ টায় আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদি হয়ে জগতবেড় ইউনিয়নের বাসিন্দা ঘটনার সাথে জড়িত চোরাকারিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কিছু আসামির নামে মামলা দায়ের করেন।

এবিষয়ে কথা হলে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনায় ‘বিজিবি বাদি হয়ে একটি মামলা দিয়েছে। আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পতিত আ’লীগ নেতা আটক

একইমঞ্চে ‘সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় ভূষিত তারা

দেশের রিজার্ভ এখন ২৫.৪৪ বিলিয়ন ডলার

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় তালোড়ার আ’লীগ নেতা রানা গ্রেফতার

বগুড়ার ধুনট-বড়িয়া তিনমাথা পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ভোগান্তি