ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

রেলসেতুতে রেখে যাওয়া ১৩ বগি উদ্ধার,মোহনগঞ্জ রুটে চলাচল স্বাভাবিক

রেলসেতুতে রেখে যাওয়া ১৩ বগি উদ্ধার,মোহনগঞ্জ রুটে চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:  নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ১৩টি বগি রেলসেতুর ওপর রেখেই চলে গিয়েছিল ইঞ্জিন। 

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে এ বগিগুলো উদ্ধার করায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

নেত্রকোনার সাতপাই রেলস্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্প্রিং ভেঙে যাওয়ায় ইঞ্জিনটি স্টেশনে ফিরে আসে। পরে নেত্রকোনা ও ময়মনসিংহ রেলওয়ের যৌথ প্রচেষ্টায় বগি উদ্ধারকাজ শুরু হয় এবং রাত ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

ওই ট্রেনের যাত্রী ইন্দ্র বলেছেন, ‘‘মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন হঠাৎ করে চল্লিশা ব্রিজের ওপর থেমে যায়। ইঞ্জিনটি বগিগুলো রেখে চলে যায়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটান।’’

অন্য যাত্রীরা জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি অনুভব করেন তারা। পরে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দেশীয় ফল উৎসব

রূপগঞ্জে ভুয়া এসপি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

শেরপুরে বাসচাপায় সেনাসদস্যের মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ