বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে পাঁচজনকে গ্রেফতার করেছে।
তারা হলো-উপজেলার সুখানগাড়ি বাজারদীঘি এলাকার মৃত মহির উদ্দীন মুছার ছেলে নজরুল ইসলাম, তালোড়া চৌধুরীপাড়ার শামীম হোসেনের ছেলে রফিকুল ইসলাম, ধাপসুখানগাড়ি গ্রামের মান্টুর ছেলে জুয়েল হোসেন, তালুচ পশ্চিমপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে এনামুল হক ও উপজেলা সদরের সরদারপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাবু।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (১২ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন