ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ শুরু

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ শুরু। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : গণমাধ্যমে সংবাদ প্রচারের পর শুকনা মৌসুমেই সারিয়াকান্দির যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদীর ডানতীর সংরক্ষণের কাজ প্রায় শেষ হওয়ার পথে । তীরসংরক্ষণ কাজের সিসি ব্লক যেখানে দেবে গেছে তা মেরামত কাজ শুরু করা হবে।

এ বিষয়ে গত ১১ এপ্রিল দৈনিক করতোয়া পত্রিকায় ‘সারিয়াকান্দিতে ধসে যাওয়া নদীতীর সংরক্ষণ কাজ শুরু হয়নি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, গত বর্ষা মৌসুমে বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ডানতীরের সংরক্ষণ কাজের বেশ কয়েকটি এলাকায় সিসি ব্লক ধসে গেছে।

এগুলো হলো-কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙা গ্রামের কাজীর মসজিদের দক্ষিণ পাশে, চন্দনবাইশা ইউনিয়নের শেখপাড়া, কামালপুর ইউনিয়নের রৌহাদহ, ফকিরপাড়া, টিটুর মোড় এবং ইছামারাসহ বেশ কয়েকটি পয়েন্ট। এসব পয়েন্টে প্রবল পানির স্রোতে সিসি ব্লকগুলো ধসে গেছে। ফলে ধসে যাওয়া এলাকায় কোথাও বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে।

এসব এলাকায় তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলানো হলেও তা নদী ভাঙন রোধের জন্য উপযুক্ত নয়। তাছাড়া কোথাও জিও ব্যাগগুলো নষ্ট হয়েছে। তাই এসব ঝুকিপূর্ণ এলাকায় শুষ্ক মৌসুমে পুনঃসংস্কারের কাজ না করলে সেখানে আসছে বর্ষার মৌসুমে ভাঙন সৃষ্টি হবে বলে ধারণা এলাকাবাসীর। সংবাদটি প্রকাশের পর শুকনা মৌসুমেই যমুনা নদীর ডানতীর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে এবং বেশকিছু কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম খাজা বলেন, শুকনা মৌসুমেই যমুনা নদীর তীর বাধাই করে দেওয়া হচ্ছে। এতে আমরা এলাকাবাসী খুবই খুশি এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, বর্ষা মৌসুমে তীর সংরক্ষণ কাজ করার কারণে এর আগে বেশকিছু কাজ টিকসই হয়নি।

তাই এ চিন্তা থেকে শুকনা মৌসুমেই যমুনা নদীর তীর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কাজগুলো প্রায় শেষের পথে রয়েছে। যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ শুকনা মৌসুমেই করার চেষ্টা অব্যাহত রাখা হবে। যেসব জায়গায় ব্লক দেবে গেছে তা দ্রুত মেরামত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড