ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৮:৪৩ রাত

নীলফামারীর সৈয়দপুরে যুবককে পিটিয়ে হত্যা, গেফতার ১

নীলফামারীর সৈয়দপুরে যুবককে পিটিয়ে হত্যা, গেফতার ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মো. রাফি (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।

পূর্ব শক্রতার জেরে তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারভূক্ত মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে  মো. রাফি  (২৭)। ঘটনার দিন গতকাল শুক্রবার রাতে শহরের উপকন্ঠে উল্লেখিত এলাকায় তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে একটি ধানক্ষেতের মধ্যে তার মরদেহ ফেলে রাখা হয়।

আরও পড়ুন

পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। তাকে পূর্ব শক্রতার ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় তার বাবা আব্দুল হাফিজ ওরফে হাফেজ নিজে বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ মামলার এজাহারভূক্ত আসামি মোক্তারুল হোসেন সোনাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার শক্তিশালী ও বিপজ্জনক মাদক ‘এমডিএমবি’ জব্দ

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

‘সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জনকে আটক

মৌচাকে মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ