চেক ডিজঅনার মামলায় কারাগারে নওগাঁর ব্যবসায়ী অভিজিত সাহা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় এনআরবিসি ব্যাংকের দায়ের করা চেক ডিজঅনার মামলার পলাতক আসামি অভিজিত সাহাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: খোরশেদ আলম।
এনআরবিসি ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বর্মন জানান, নওগাঁ শহরের চকদেবপাড়ার মৃত বিমল সাহার ছেলে ব্যবসায়ী অভিজিত সাহা ২০১৪ সালে ব্যাংক থেকে সিসি লোন গ্রহণ করেন। এরপর তিনি আর সেই লোন নবায়ন করেননি। যার কারণে গত ২০২০ সালে ব্যাংক কর্তৃপক্ষ অভিজিতের বিরুদ্ধে ৮৮৪০২০০ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন।
২০২৩ সালে আদালত সেই মামলার রায় ব্যাংকের পক্ষে প্রদান করেন। পরে ব্যবসায়ী অভিজিত সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সেই রায় বহাল রাখেন। এরপরও অভিজিত ব্যাংকের সঙ্গে কোন প্রকারের যোগাযোগ না করলে আদালত থেকে ২০২৪ সালের আগস্ট মাসের ১৩ তারিখে অভিজিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে অভিজিত পলাতক থাকেন।
আরও পড়ুনগত বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের ডাবপট্টি এলাকা থেকে ব্যবসায়ী অভিজিতকে আটক করে। গত বুধবার সন্ধ্যায় তাকে শহরের ডাবপট্টি এলাকা থেকে আটক করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন