ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

রিয়ালে আসছেন আলোনসো, হবে তিন বছরের চুক্তি

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখা যাবে জাবি আলোনসোকে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে লেভারকুসেন ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছেন জাবি আলোনসো। নিজেদের সাবেক মিডফিল্ডার জাবি আলোসনোর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির বিষয়ে গতকাল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। 

এছাড়াও মার্কার সেই প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের চুক্তিতে মাদ্রিদে আসবেন আলোনসো এবং ক্লাব বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের দায়িত্ব নেবেন তিনি। তবে রিয়াল মাদ্রিদে একা আসবেন না জাবি আলোনসো। তার সঙ্গে তার সহকারী কোচ সেবাস পারিলা এবং ফিটনেস ট্রেইনার আলবার্তো এনসিনাস হিসেবে যোগ দিবেন। দুই জনে আলোনসোর সঙ্গে বতর্মানে বায়ার লেভারকুসেনের হয়ে কাজ করছেন। 

অন্যদিকে চলতি মৌসুম পর্যন্তই রিয়ালের ডাগ আউটে থাকছেন কার্লো আনচেলত্তি। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখা যাবে জাবি আলোনসোকে। এছাড়াও আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের দায়িত্ব সামলাবেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। চলতি মাসের ২৫ তারিখ শেষ হবে ২০২৪-২৫ মৌসুম। সেদিনেই কার্লো আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন আছে, আলোনসোর চাওয়াতে লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার আলেকজান্ডার-আর্নল্ডকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও ক্লাব বিশ্বকাপের পর আরও একটি নতুন সাইনিং করাতে পারে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এই তালিকায় রয়েছেন জিরোনার লেফট-ব্যাক মিগুয়েল গুটিয়েরেজ, রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি, বোর্নমাউথের ডিন হুইজেন এবং আর্সেনালের উইলিয়াম সালিবা। 

আরও পড়ুন

এছাড়াও জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার বিষয় নিয়ে গতকাল এক বিবৃতি প্রকাশ করেছে বায়ার লেভারকুসেন। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, মৌসুম শেষে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা কোচ ছাড়ছেন জার্মান তল্লাট। আলোনসোর পর জার্মান ক্লাবটির দায়িত্ব সামলাবেন কে। সেটা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্কাই স্পোর্টস জার্মানির সূত্র মতে, আগামী মৌসুমে লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার দৌড়ে আছেন সাবেক ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ। এছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এবং রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের কোচ আলভারো আরবেলোয়ার নামও রয়েছে এই তালিকায়। গেল কিছুদিন আগে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আবারও কোচিংয়ে ফিরছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শিশুর মৃত্যু

আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন ফিফা’র

এবার শামীমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অহনার 

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি 

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান