ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৯ মে, ২০২৫, ০৯:০৪ রাত

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় পিরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) দুপুর ১টায় তাকে ধুনট থানা থেকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ইসলাম ওই গ্রামের প্রয়াত করম আলী মুন্সীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মীসভা করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সভায় হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।

আরও পড়ুন

হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আর্থিক সংকটে টেক্সটাইল মিল, ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

‘আমরা বুড়ো হওয়ার পর দেখবো, সেন্ট্রাল ইউনিভার্সিটি সর্বোচ্চ স্থানে আছে

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

৮ ইউএনওর বদলি আদেশ বাতিল