ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৪:০৪ দুপুর

মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

নিউজ ডেস্ক:  মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় ইলিয়াস হোসেন (৪৪) নামে এক ব্যাক্তি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। তিনি সম্পর্কে ছুরিকাঘাতকারীর চাচা শ্বশুর। 


বৃহস্পতিবার (৮ মে) ভোরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত লেকসার আলীর ছেলে। ছুরিকাঘাতকারী জামাই সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে। 

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, “জামাই সবুজ ভোর রাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ইলিয়াস পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পেটে ছুরিকাঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। আহতবস্থায় পরিবারের সদস্যরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

আরও পড়ুন

সবুজের শ্যালক আব্দুল্লাহ বলেন, “বোন জামাই মাদকাসক্ত, টাকা চেয়ে অত্যাচার নির্যাতন করে আমার বোনকে তিন দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাবার অজুহতে গত রাতে আমাদের বাড়ি আসে সবুজ। সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে আমার চাচাকে কুপিয়েছে সবুজ। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই।” 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভোর ৮ বছর পূর্তিঃ সেলিব্রেশনে থাকছে লাকি ড্র!

কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বিএনপির ১২ নেতাকর্মীর বাড়ি ভাঙচুর

নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল : হাফিজ

টঙ্গীর ঝুট গুদামে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

৯ জেলায় নিয়োগ দিবে আকিজ গ্রুপ