ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

আপনার মানিব্যাগে যে ৮ জিনিস রাখবেন না

আপনার মানিব্যাগে যে ৮ জিনিস রাখবেন না

মানিব্যাগ এমনই একটা জিনিস যেখানে শুধু টাকা-পয়সাই নয় বরং বিভিন্ন জিনিস রেখে থাকেন সবাই ৷ মানিব্যাগগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। তবে মানিব্যাগে (Wallet বা মানি ব্যাগে) কিছু জিনিস রাখা উচিত নয়, কারণ তা নিরাপত্তা, গোপনীয়তা এবং ঝুঁকি—এই তিনটির জন্য ক্ষতিকর হতে পারে। নিচে সেইসব জিনিসের তালিকা ও কারণ তুলে ধরা হলো :

১. জাতীয় পরিচয়পত্র / ভোটার আইডির আসল কপি

দরকার হলে ফটোকপি বা ডিজিটাল স্ক্যান করে ব্যবহার করুন। কিন্তু জাতীয় পরিচয়পত্র / ভোটার আইডির আসল কপি মানিব্যাগে রাখা থেকে বিরত থাকুন।

২. সব ধরনের এটিএম / ক্রেডিট কার্ড একসাথে
মানিব্যাগ হারালে আপনার সব অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়বে। তাই সব ধরনের এটিএম / ক্রেডিট কার্ড একসাথে রাখবেন না।

৩. ব্যাংক অ্যাকাউন্ট তথ্য বা চেকবই
ব্যাংক ডিটেইলস চুরি হলে  আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এগুলো আলাদা, নিরাপদ স্থানে রাখুন।

৪. পাসওয়ার্ড লিখে রাখা কাগজ
পাসওয়ার্ড লিখে রাখা কাগজ মানিব্যাগে রাখলে এবং সেই কাগজ হাতছাড়া হলে আপনার ইমেইল, ফেসবুক, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সুতরাং পাসওয়ার্ড লিখে রাখা কাগজ মানিব্যাগ থেকে দুরে রাখুন।

আরও পড়ুন

৫. অনেক বেশি নগদ টাকা
চুরি বা হারিয়ে গেলে আপনার সমুদয় অর্থ চলে যাবে। তাই প্রয়োজন অনুযায়ী অল্প কিছু টাকা রাখুন মানিব্যাগে।

৬. মূল্যবান গয়না
এসব হারানো জিনিস আপনার মানসিক কষ্টের কারণ হতে পারে। তাই মূল্যবান গয়না নিরাপদ জায়গায় রাখুন।  

৭. গোপন নোট বা ব্যক্তিগত কনট্যাক্ট লিস্ট
এগুলোর অপব্যবহার হতে পারে যদি মানিব্যাগ পড়ে যায় অপরের হাতে।

৮. মেডিকেল তথ্য
ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন থাকাই ভালো। স্বাস্থ্য সংক্রান্ত তথ্যদি মানিব্যাগে না রাখাই ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি