আজ প্রকাশ পাছে নিলয়-প্রিয়ার ‘তুমি আমি রাজি’
_original_1746184617.jpg)
অভি মঈনুদ্দীন ঃ মিউজিক ভিডিওতে এই প্রজন্মে যে ক’জন মডেল নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কেএম সাঈদ নিলয় বেশ আলোচনায় রয়েছেন। একের পর এক তিনি নতুন নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন। মডেল হিসেবে কাজ করা তার অনেক আলোচিত গানও রয়েছে। সর্বশেষ তার প্রকাশিত আলোচিত গান হলো তসিবার ‘জ্যোতিষী’।
তবে নিলয় জানান, ‘তুমি আমি রাজি’ নিয়ে তিনি ভীষণ প্রত্যাশী। কারণ এই গানের মিউজিক ভিডিওটা বেশ আয়োজন করেই করা হয়েছে। আজ বিশ্ব মে দিবসে গানটি ইউটিউবে প্রকাশ পাবে। ‘তুমি আমি রাজি’ গানটি গেয়েছেন এসএম নজরুল। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান, মিউজিক করেছেন এএন ফরহাদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম, কোরিওগ্রাফি করেছেন হীরা শিকদার। এতে নিলয়ের সঙ্গে মডেল হিসেবে আছেন প্রিয়া অনন্যা।
নিলয় বলেন,‘ সত্যি বলতে কী আমি মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে বেশি কাজ করি। তবে খুউব ইচ্ছে করে ভালো গল্পের নাটকে অভিনয় করার। হয়তো আগামীতে সেই সুযোগ আসবে। তবে আপাতত ভালো ভালো গানের মডেল হিসেবে কাজ করাই আমার ব্যস্ততা। অনেক গানের মডেল হয়েছি। দর্শকের কাছ থেকে যে সাড়া পাই, যে ভালোবাসা পাই তাতে মুগ্ধ আমি। শিল্পী হিসেবে আমি অতি সাধারণ, কিন্তু একটু একটু করেই আমি আগামীর পথে এগিয়ে যেতে চাই। চাই সকলের দোয়া ও ভালোবাসা। এই গানের আমার বিপরীতে মডেল হিসেবে আছে প্রিয়া। প্রিয়াও খুউব ভালো করেছে। আমার মনে হয় আগামীতে প্রিয়া আরো ভালো করবে।’
আরও পড়ুনআজ থেকে নয় বছর আগে ‘স্বপ্নবুনি’ গানে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে তার পেশাদারী পথচলা শুরু। এইচ পি হৃদয়ের এই গানে তার সহশিল্পী ছিলেন আঁখি। তবে ২০১৯ সালে কামরুজ্জামান রাব্বির গাওয়া আর এস জুয়েল নির্মিত ‘ভাব নাই’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশি আলোচনায় আসেন সাঈদ নিলয়। তার অভিনীত আসিফ সরকার পরিচালিত ‘বিয়ের আগে ট্রায়াল’ ও নাজমুল হাসান পরিচালিত ‘পূর্ণতা’ নাটকে (ছোট্ট চরিত্র কিন্তু প্রশংসিত) অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সাঈদ নিলয় অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘ডিজিটাল নোয়াশাল’-এও। মোঃ জামিল উদ্দিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুঃখ বলি কারে’তে দুর্দান্ত অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সাঈদ নিলয়।
মিউজিক ভিডিওতে তিনি আলোচনায় এসেছেন শিল্পী বিশ্বাসের ‘কেন দিলে মিছে যন্ত্রনা’, ‘দুষ্ট রাজকুমার’, ইলিয়াস ও অরিনের ‘হয়ে গেলাম তোর’, এফ এ সুমনের ‘নালিশ’, সামসের ‘বুকের পাজর’, ইমন খানের ‘ভালোবাসার রঙ্গিন খাম’, লায়লার ‘রঙ্গিলা কানাই’, সুমী শবনমের ‘কাম সারছে’ ইত্যাদি গানে।
মন্তব্য করুন