ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ দুপুর

পোপ হতে চান ট্রাম্প!

প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ এপ্রিল) রসিকতাচ্ছলে এ কথা বলেন তিনি। খবর : রয়টার্স 

পরবর্তী পোপ হিসেবে ট্রাম্প কাকে দেখতে চান, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেই পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ। এরপরই অবশ্য তিনি বলেন, আসলে নির্দিষ্ট কোনও ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই। তবে মার্কিন এক কার্ডিনাল পরবর্তী পোপ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি তো যথেষ্ট দক্ষ ব্যক্তি, দেখাই যাক কী হয়।

নিউ জার্সি অঙ্গরাজ্যের নিয়ার্ক শহরের আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিনকে পরবর্তী পোপ নির্বাচনে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আজ পর্যন্ত কোনও মার্কিন যাজক ভ্যাটিকানের পোপ নির্বাচিত হননি। এই পদের জন্য ইতালি বা ভ্যাটিকানের নাগরিকরাই অগ্রাধিকার পেয়ে থাকেন। ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস।

আরও পড়ুন

বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও ফ্রান্সিসের ব্যাপক মতবিরোধ ছিল। বিশেষত, অবৈধ অভিবাসীদের বিতাড়নে ট্রাম্পের কঠোর পদক্ষেপে সন্তুষ্ট ছিলেন না ফ্রান্সিস। অভিবাসীদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হতে আহ্বান জানিয়েছিলেন তিনি। ফ্রান্সিসের মৃত্যুর পর হাজার বছরের প্রথা মেনে পরবর্তী পোপ নির্বাচনের জন্য গোপন কনক্লেভ ডাকা হবে। এ কাজে যোগ দেবেন ১৩৫ জন কার্ডিনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা মামলায় আরও দু’জন গ্রেফতার 

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

রংপুরে ক্যানেল থেকে এক ব্যক্তির গলাকাটা  মরদেহ উদ্ধার

শ্রীপুরে ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার