ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৮ রাত

পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রের দাবিতে কেন্দ্রের সামনে কাহালুবাসীর মানববন্ধন

বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্র পরিদর্শন করলেন মহাপরিচালক

পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রের দাবিতে কেন্দ্রের সামনে কাহালুবাসীর মানববন্ধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বগুড়া-সান্তাহার সড়কের পাশে দরগাহাট নামক এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্র পরিদর্শন করেছেন বেতারের মহাপরিচালক এ.এস.এম জাহীদ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় তিনি কেন্দ্রটি পরিদর্শনে আসেন এবং বিকেল ৪ টা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করেন। কেন্দ্রটি পরিদর্শন কালে তিনি কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কেন্দ্রের সীমানা প্রাচীর ও ভবনের পূর্ত কাজের সার্বিক বিষয়,কেন্দ্রের ট্রান্সমিটার পরিদর্শন ও ভবিষ্যতে এর মান উন্নয়ন এবং প্রেরণ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহম্মদ,বেতারের অতিরিক্ত পরিচালক(প্রশানস ও অর্থ)সৈয়দ জাহিদুল ইসলাম, মহাপরিচালকের স্টাফ অফিসার(উপ বার্তা নিয়ন্ত্রক)মো.মাহমুদুন নবী,বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্রের স্টেশন প্রকৌশলী তারেক বিন এমদাদ।

এদিকে মঙ্গলবার সকালে বেতারের মহাপরিচালক কেন্দ্রটি পরিদর্শনের জন্য সকাল সাড়ে ৯ টার সময় কেন্দ্রে  উপস্থিত হবার পরপরই কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরিত করার দাবিতে বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্রের প্রধান ফটকের সামনে কাহালু উপজেলাবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সেখানে কর্মসূচির সাথে একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো.মোশারফ হোসেন।

আরও পড়ুন

তিনি বলেন এতদিন আওয়ামীলীগ সরকার বগুড়া জেলার উন্নয়নকে কোনঠাসা করে রেখে ছিল। বগুড়াবাসীর প্রাণের দাবি নিয়ে সাবেক এম.পি হিসেবে তিনি মহাপরিচালকের সাথে কথা বলেছেন। তিনি বলেন বগুড়া বেতার কেন্দ্রটি ইনশাল্লাহ পূর্ণাঙ্গ হবেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান,পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,আব্দুল করিম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া,প্রভাষক মো.শাহাবুদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

বিজয় দিবসে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন