ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাবিবা (৪) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুর পিতা নুর ইসলাম (৪০) এবং সাজ্জাদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই উপজেলার পার করফা গ্রামের বাসিন্দা।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নুর ইসলাম তার শিশু কন্যা হাবিবা ও সাজ্জাদ নামে আরেক যুবক মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি পার করফা যাচ্ছিল প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী এসি বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবা নিহত হন। বাকিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

নৃত্য ও সুস্থতা : আত্মার আরাধনায় শরীর ও মন

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

আমার নূপুরের ধ্বনি, ছড়াক মানবতার বাণী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল