ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০২ রাত

ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা

ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক:   বাস ও সিএন‌জিচালিত অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি‌কে কেন্দ্র ক‌রে ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা থে‌কে বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে চরফ‌্যাশনে যাত্রী উঠা‌নো‌কে কেন্দ্র ক‌রে বাস ও অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘ‌টে। এতে উভয়পক্ষের ৩-৪ জন লোক আহত হন।

এদি‌কে সন্ধ্যা থে‌কে ভোলা-চরফ‌্যাশন রু‌টের অটোরিকশা চলাচল বন্ধ রয়ে‌ছে। অন‌্যদি‌কে বাস শ্রমিকরা ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট‌্যান্ড এলাকায় মি‌ছিল করেছেন। ত‌বে বাসস্ট‌্যা‌ন্ডে পু‌লিশ ও র‌্যাব সদস‌্য মোতা‌য়েন রয়ে‌ছে।

আরও পড়ুন

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান জানান, বি‌কে‌লে চরফ‌্যাশন উপ‌জেলা থে‌কে অনন্যা প‌রিবহনের একটি বাস‌ ভোলার উদ্দে‌শ্যে রওনা ক‌রে। চরফ‌্যাশন বাজা‌রে এসে যাত্রী উঠা‌নোর সময় অটোরিকশা শ্রমিকরা বা‌সের ড্রাইভ‌ার ও টি‌কিট মাস্টা‌রের ওপর হামলা চালান। এ ঘটনার বিচার ও অটোরিকশা চলাচল আঞ্চ‌লিক সড়‌কে বন্ধ না হওয়া পর্যন্ত তারা বাস চালা‌বেন না।

অপর‌দি‌কে ভোলা অটোরিকশা মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মো. জা‌কির হো‌সেন জানান, চরফ‌্যাশ‌নে বাস ও অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি হ‌য়ে‌ছে। এতে তা‌দের শ্রমিক আহত হয়েছেন। ত‌বে তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা ক‌রেন‌নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্প বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, যা বলছেন রণবীর সিং

ট্রাম্পের নৈশভোজে রোনালদো-ইলন মাস্ক

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন রাঘব-পরিণীতি

গাজা থেকে হামাসকে বের করে দেয়ার আহ্বান নেতানিয়াহুর

নির্বাচন মানে কেবল সরকার গঠন বা ক্ষমতা পরিবর্তন নয় : ফখরুল

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা