ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ বিকাল

জলি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পেটালেন ছেলে মেয়েরা 

জলি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পেটালেন ছেলে মেয়েরা 

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়াচর এলাকায় জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়েদের বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতের নাম আব্দুর রহিম (৭০)। আর তাকে মারধর করা সন্তানরা হলেন জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে আব্দুর রহিমকে সম্পত্তি লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন তার সন্তানরা। তবে তিনি তাতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

এতে ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ করেন সন্তানরা। তারা তাকে বেধড়ক মারধর করেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই কি সত্যিই দেউলিয়া হচ্ছে জাতিসংঘ?

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আপত্তি: এবার কি ঝুঁকিতে বিশ্বকাপ?

সাগরে ভাসছিলেন ২০ জেলে, উদ্ধার করলো নৌবাহিনী

যাদের চরিত্র বদলায়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়: শফিকুর রহমান

শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর